Sunday 14 August 2022

ভারতবর্ষ

 


ব্যরাকপুর স্টেশনে অর্ধউলঙ্গ শুয়ে আছে 
আমার ভারতবর্ষ।
চারপাশে মাছি
বিশ্রী গন্ধ...
পাশ কাটিয়ে নাকে রুমাল চাপা দিয়ে 
আমার দেশ চলে যাচ্ছে।
একপাশে বিগ্রহ
স্থির নত চোখ
খুচরোর আপেক্ষায়...

দিন সাতেক পরের ঘটনা,
আবার ট্রেন শব্দ করে নামিয়ে দিল ব্যরাকপুর স্টেশন।
আমার দেশ আজও শুয়েই আছে,
ময়লা জামা,ছেঁড়া প্যান্ট দিয়ে উঁকি মারছে যৌনাঙ্গ
চুলে জমে আছে হাজার বছরের ঘৃণা
স্বাধীন রাষ্ট্রের অভুক্ত ক্লেদ।

প্রতিদিন এভাবেই উলঙ্গ হয় আমার দেশ,
ছিঁড়ে যায় জামা,
ময়লা জমে চুলে, নখে।
বিগ্রহ সেজে ওঠে প্রসাদে, প্রণামীতে
ভারতবর্ষ শুয়েই থাকে

একদিন জাগবে বলে...






No comments:

Post a Comment

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...