ফিরে আসছে রসুল চাচা
এক আকাশ জুড়ে আজ ঈদের চাঁদ।
এবারে ছোট্ট ঝোলায় মেয়েটার জন্য একটাই সালোয়ার
নিজের তো বছর দুয়েক আগের কেনা লুঙ্গি আছেই
বউও তো এই পুজোয় শাড়ি কিনলো একটা...
কারখানা টা পরশু থেকে বন্ধ হয়ে গেল।
আর ফিরতে হবে না ঘিঞ্জি নোংরা শহরটায়।
ফিরে আসছে রসুল চাচা
এক আকাশ জুড়ে আজ ঈদের চাঁদ।
এবারে ছোট্ট ঝোলায় মেয়েটার জন্য একটাই সালোয়ার
নিজের তো বছর দুয়েক আগের কেনা লুঙ্গি আছেই
বউও তো এই পুজোয় শাড়ি কিনলো একটা...
কারখানা টা পরশু থেকে বন্ধ হয়ে গেল।
আর ফিরতে হবে না ঘিঞ্জি নোংরা শহরটায়।
১
কেউ ফেরে না।ফিরে আসার সব পথ আগলে রাখে কাঁটাতার। যুদ্ধ শেষে মৃত সৈনিক ঘরে ফেরেনা,ফিরে আসে তার লাশ।গরম হাওয়ার সাথে দু এক টুকরো বাঁশির শব্দ ভেসে আসে। ওই বাঁশি শুনবো বলেই তো ফিরিনি। ফিরবোনা আর কোনওদিন।
২
সবাই ফেরে না।কেউ কেউ ছেড়ে যায়।ফিরে আসার কথা দিয়েও কেউ কেউ ফেরেনা। গত জন্মের মৃত দাগ ফিরে আসে স্মৃতি হয়ে।সবাই ফিরে আসুক সবাই চায় না।
৩
যে ফিরে এসেছে সে ফিরে আসতে চায়নি মাটিতে। মাটিই তাকে ফিরিয়ে এনেছে পূর্বপুরুষের ভিটায়।এখন ভিটে জুড়ে শুধুই কান্না।
আরও কতজনের ফিরে আসার কথা ছিলো, কই তারা ফিরলো না তো...
রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে মা... মায়ের হাত পা চোখ... আমি দেখছি তিলোত্তমার হাত পা ...