ফিরে আসছে রসুল চাচা
এক আকাশ জুড়ে আজ ঈদের চাঁদ।
এবারে ছোট্ট ঝোলায় মেয়েটার জন্য একটাই সালোয়ার
নিজের তো বছর দুয়েক আগের কেনা লুঙ্গি আছেই
বউও তো এই পুজোয় শাড়ি কিনলো একটা...
কারখানা টা পরশু থেকে বন্ধ হয়ে গেল।
আর ফিরতে হবে না ঘিঞ্জি নোংরা শহরটায়।
শ্মশানে দাঁড়িয়ে আছি পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...
No comments:
Post a Comment