Friday 13 May 2022

মৃত্যু ১

 


একরাশ করুণা নিয়ে দাঁড়িয়ে আছি
কানানদীর শ্মশান ঘাটে।
তিনদিন ধরে পুড়ছে রাষ্ট্র।
হাইড্রোজেন ক্লোরাইডের বোটকা গন্ধে ভরে যাচ্ছে 
রাজ্য, মহানগর, মফস্বল... 
আমার কবিতার খাতা ছিঁড়ে পুড়িয়ে দিচ্ছি
অনন্ত আগুনে...
আমার চোখের সামনে পুড়ে যাচ্ছে আমার সাধনা।
যাক, পুড়ে যাক...
রাষ্ট্রই যখন পুড়ে খাক
তখন আমার কবিতারও মৃত্যু হোক।


নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...