Wednesday 12 May 2021

চিতা

 


কুয়াশায় ভিজে গেছে আমাদের সকালের রোদ

ভিজে গেছে, ডুবে গেছে,

 ফিকে হওয়া নৈতিক বোধ।


সকালেই আমরা তো বিছিয়েছি রুপশালি ধান,

বুঝিয়ে দিয়েছি শক্তি, সনাতনী ভক্তি

 আর শরৎ এর অদম্য অভিমান।


কিভাবে পালাবো জানিনা,বিভাজন কাঁটাতার আগলে

মৃদু হাসি, চোখের জলেতে ভাসি

চ্যালা কাঠ চিতা সেজে ডাকলে।

No comments:

Post a Comment

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...