Wednesday, 12 May 2021

চিতা

 


কুয়াশায় ভিজে গেছে আমাদের সকালের রোদ

ভিজে গেছে, ডুবে গেছে,

 ফিকে হওয়া নৈতিক বোধ।


সকালেই আমরা তো বিছিয়েছি রুপশালি ধান,

বুঝিয়ে দিয়েছি শক্তি, সনাতনী ভক্তি

 আর শরৎ এর অদম্য অভিমান।


কিভাবে পালাবো জানিনা,বিভাজন কাঁটাতার আগলে

মৃদু হাসি, চোখের জলেতে ভাসি

চ্যালা কাঠ চিতা সেজে ডাকলে।

No comments:

Post a Comment

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...