সারিন্দার শব্দ শুনতে পাচ্ছো?
সাথে মুর্শিদী গান?
আসলে,
ওটা আমার মায়ের
তেরশো চিতার কান্না,
শ্মশানে সারিন্দা হয়ে বাজছে।
আমি দূর থেকে দেখছি
লাশের একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে রাষ্ট্র।
ছবি:পলাশ।
শ্মশানে দাঁড়িয়ে আছি পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...
সহজ কথায় সভ্যতাকে কাঁপিয়ে দেওয়ার মতো লেখা। এই ধার অটুট থাকুক।
ReplyDeleteঅনেক ধন্যবাদ দাদা।
Deleteসহজ কথায় সভ্যতাকে কাঁপিয়ে দেওয়ার মতো লেখা। এই ধার অটুট থাকুক।
ReplyDeleteবাঃ এটা খুব ভালো লাগল।
ReplyDeleteঅনেক ধন্যবাদ ভাই
Deleteখুব ভালো লেখা।
ReplyDeleteঅনেক ভালোবাসা।
অনেক ধন্যবাদ দাদা
Deleteকত মন খারাপ কত ক্ষোভ কত ঘৃণা বের হয়ে এলো একসাথে-
ReplyDeleteরাষ্ট্রের প্রতি একরাশ ঘৃণা
ReplyDelete