Tuesday, 5 May 2020

হেমন্তের আজান

হেমন্তের আজান

অজানা একতারা ডাকে
হেমন্তের আজানে
ঠোঁটে নামে অন্ধকার
হঠাৎ ডালিম বাগানে।

ফুসফুসে বিড়ি পাতা
শ্বাস নেয় আরো
নিকোটিনে ভরে ওঠে
হৃদয়ের গুড়ো।

তুমি একা জানলায়
আমি খোলা মাঠে
প্রেমের পদ্য লিখি
সিঁদুর হাতে।

হেমন্ত উঁকি মারে
মাঠেঘাটে রোদ
আড়চোখ দেখে নেয়
অসাম্য বোধ।

প্রতিবাদী হতে পারি
তবু মনে ভয়
বিধাতা তো একজনই
ঈশ্বরই হয়।

1 comment:

  1. ভালো। অক্ষরবৃত্ত ঘা খেয়েছে কয়েক জায়গায়। সেটা অবশ্যই কবির স্বাধীনতা। চলুক।

    ReplyDelete

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...