Friday, 1 May 2020

সবুজ ঘ্রাণ



লাশ জমেছে দূর পাহাড়ে
রাতে ভন ভন মাছি,
টান পড়েছে চাল ভাঁড়ারে
তবুও বেঁচে আছি।

পাড়ায় পাড়ায় খাট আসছে
তুলসিপাতা চোখে
ভুলেই গেছে কাঁদতে মানুষ
পাথর জমা শোকে।

হারিয়ে যাচ্ছে সভ্যতা রঙ
আকাশ শুধু নীল
শহরজুড়ে উড়তে থাকে
মনভাগারের চিল।

পথের ধুলো যাচ্ছে মিশে
বেদনার সাথে কালো
এই সুযোগে রাখাল তুমি
নিষিদ্ধ দ্বীপ জ্বালো।

আমরা সবাই হাততালি দিই
ফসল মরে মাঠে,
সবুজ ঘ্রাণের আশায় চাষী
বাজার সাজায় হাটে।

3 comments:

  1. ভালো লাগল।

    ReplyDelete
  2. এটা লাইভে শুনলাম না? মান না মন?

    ReplyDelete

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...