Friday, 3 February 2023

হাতটা এবার মুঠো করে নাও

 




প্রতি রাতে একটি নাগরিক হত্যা হচ্ছে
আমার আকাশে।
সে আমার প্রতিবেশী হতে পারে
বা বন্ধু কিংবা অচেনা...
রাষ্ট্র এগিয়ে আসছে দাঁত নখ বার করে
আমার দিকে!

পাখির ডাক নরম হয়ে আসছে
গোধূলির আলোয়
এসো দু দণ্ড বসি
একটু কথা বলি।

No comments:

Post a Comment

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...