যতদূর চোখ যায়
কাঁটাতার দেখি
দীর্ঘ যুদ্ধের পাণ্ডুলিপি
স্বহস্তে লিখেছে কাঁটাতার।
কাঁটাতারে অচেতন মৃত্যুর শংসাপত্রে ধুলো জমছে
আজ কাল পরশু।
সব যুদ্ধ জেতার জন্য ময়দান লাগেনা
কাঁটাতার ও কিছু যুদ্ধ হারিয়ে দিতে জানে।
রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে মা... মায়ের হাত পা চোখ... আমি দেখছি তিলোত্তমার হাত পা ...
কাঁটাতার বিদ্ধ করুক চেতনাকে
ReplyDeleteকরুক
ReplyDeleteকাঁটাতার যুদ্ধ বন্ধ করুক
ReplyDeleteএকদম,আমরা যুদ্ধ চাই না।মানুষের মাঝে কাঁটাতার চাই না।
Deleteদীর্ঘ যুদ্ধের পান্ডুলিপি
ReplyDeleteস্বহস্তে লিখেছে কাঁটাতার - খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ
Delete