Tuesday 18 January 2022

হত্যার দিনলিপি

 



ভাঙছে
পাহাড়, নদী ,সময়
স্রোতের বিপরীতে মানুষের মিছিল।

জাগছে ভয়,বন্দী,কান্না
সন্ত্রাসী অন্ধকার উপত্যকা।

এভাবে গলা টিপে কবিকে হত্যা করা
যায়না রাষ্ট্র।



ফিরতে তো চাই
কিন্তু রাস্তা বন্ধ।
জাতীয় সড়কের ওপরেই
সারি সারি কফিনবন্দী লাশ
ওদের টপকে যাবো কি করে?

আমি কি ধর্নায় বসে 
কবিতা পড়তে পারি?



এক মুঠো মাটি দেবে?
বা একটু জমি...
অভুক্ত লাশগুলো পুঁতবো  কোথায়?







5 comments:

  1. দৃষ্টি কেন শুধুই ক্ষত-র দিকে ধ্বংসের দিকে, সৃষ্টি, উন্নতিও হয়ে চলেছে অহরহ, সেদিকেও তাকাও, বৈচিত্র্য চাই।

    ReplyDelete
    Replies
    1. পারছি না মুখ ফেরাতে...

      Delete
  2. বাঃ খুব ভালো লাগলো

    ReplyDelete

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...