১
ভাঙছে
পাহাড়, নদী ,সময়
স্রোতের বিপরীতে মানুষের মিছিল।
জাগছে ভয়,বন্দী,কান্না
সন্ত্রাসী অন্ধকার উপত্যকা।
এভাবে গলা টিপে কবিকে হত্যা করা
যায়না রাষ্ট্র।
২
ফিরতে তো চাই
কিন্তু রাস্তা বন্ধ।
জাতীয় সড়কের ওপরেই
সারি সারি কফিনবন্দী লাশ
ওদের টপকে যাবো কি করে?
আমি কি ধর্নায় বসে
কবিতা পড়তে পারি?
৩
এক মুঠো মাটি দেবে?
বা একটু জমি...
অভুক্ত লাশগুলো পুঁতবো কোথায়?
জয় হোক্ ❤️
ReplyDeleteচাবুক
ReplyDeleteদৃষ্টি কেন শুধুই ক্ষত-র দিকে ধ্বংসের দিকে, সৃষ্টি, উন্নতিও হয়ে চলেছে অহরহ, সেদিকেও তাকাও, বৈচিত্র্য চাই।
ReplyDeleteপারছি না মুখ ফেরাতে...
Deleteবাঃ খুব ভালো লাগলো
ReplyDelete