Monday, 6 April 2020

চেয়ার ফাঁকা থাকেনা কখনো 

চেয়ার ফাঁকা থাকেনা কখনো , 
আপনি না বসলে 
অন্য যে কেউ বসে পড়তে পারে 
বা 
অন্য কেউ বসে আছে হয়তো । 
চেয়ারের হাতলে আপনি হাত রাখতে পারেন , 
সে আপনি চেয়ারে বসুন বা না বসুন । 
আপনি চেয়ারের হাতলে হাত না রাখলে 
অন্য যে কেউ রেখে দিতেই পারে । 
চেয়ারের ফাঁকা থাকা বা বসে থাকা 
ভীষণই আপেক্ষিক । 

তবে যাই হোক 
চেয়ার ফাঁকা থাকেনা কখনো । 


No comments:

Post a Comment

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...