Monday 20 April 2020

বেড়ালটা



লক্ষীর ভাঁড়ার থেকে রোজ একটা করে টাকা তুলে নিই
কেউ বুঝতেও পারেনা।
(হয়তো বুঝবে একদিন )

দুপুরের ভাতঘুমে অচেতন
সারা বাড়ি জানতেও পারেনা আমার কুকর্ম।
শুধু সাদা ছোপ ছোপ পাশের বাড়ির
বেড়ালটা দেখে ফেলে আমায়। 

3 comments:

  1. ওরা আমাদের সবাইকে দেখে ফেলে। আমরা জানি ওদের ভাষা নেই আমাদের কার্যকলাপ সবাইকে জানিয়ে দেওয়ার। আমরা সংবরণ করতে পারিনা।

    ReplyDelete

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...