Monday, 20 April 2020
Subscribe to:
Post Comments (Atom)
আমার রাষ্ট্র পুড়ছে
শ্মশানে দাঁড়িয়ে আছি পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...
-
শ্মশানে দাঁড়িয়ে আছি পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...
-
তোমার সিঁদুর কিংবা তোমার প্রিয় শাড়ি... আচ্ছা ধরো তোমার সালোয়ার বা ওড়না এসব তোমার কি ছিলো? না রাষ্ট্র ভালোবেসে কেড়ে নিয়েছে ? মাটি, ধা...
-
রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে মা... মায়ের হাত পা চোখ... আমি দেখছি তিলোত্তমার হাত পা ...

ওরা আমাদের সবাইকে দেখে ফেলে। আমরা জানি ওদের ভাষা নেই আমাদের কার্যকলাপ সবাইকে জানিয়ে দেওয়ার। আমরা সংবরণ করতে পারিনা।
ReplyDeleteএকদম...
Deleteম্যঁও ম্যাঁও ম্যাঁও।।
Delete