Thursday, 2 April 2020

ভাবনারা 

আকাশে সূর্যাস্ত দেখা দিলে আমি ঘরে 
ফিরে আসি গোধূলি গায়ে মেখে , 
পুঁজিবাদী ভাবনারা টুপ টুপ ঝরে পড়ে 
দরমার ফাঁকটুকু দেখে । 

No comments:

Post a Comment

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...