Wednesday 15 April 2020

আমার দেশ এক সরলরেখায় দাঁড়িয়ে


আমার দেশ এক সরলরেখায় দাঁড়িয়ে
হাতে ছেঁড়া ব্যাগ ,
কেউ আবার বস্তা এনেছে
দু-এক মুঠো চাল
ভাঙা গম আর কিছুটা
ডালের আশায় ।

মহামারীর বসন্তে কোকিল ডাকে ,
আমার দেশ দাঁড়িয়ে থাকে
প্রতিশ্রুতির পয়সা পকেটে আসবে বলে ।
শ্মশানেও উপচে পড়ছে লাশ
গোরস্থানে গণকবর !
চিল ওৎ পেতে আছে।
তবু -
সৎকারের আশায়
আমার দেশ এক সরলরেখায় দাঁড়িয়ে ।

No comments:

Post a Comment

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...