Thursday 9 April 2020

পৃথিবীর মন ভালো নেই


রাস্তায় গলে পড়ছে
সদ্যস্নাত মৃতদেহ ।
আমি জানালায় মুখ বাড়িয়ে
নাক ঢাকছি রুমালে।


সাইরেন থেমে গেছে ।
কান্নার শব্দে মিশে আছে

হরিবোল ...


কিভাবে আসছে সনাক্তকারীরা
জানিনা !
সনাক্তকরণের উপায় হিসাবে
কবিতা পড়ছে সেনাবাহিনী।


মহাকাশের শেষ নক্ষত্রটাও
আজ খসে পড়লো
এখন পড়ে শুধু
অজস্র পাণ্ডুলিপি ।


2 comments:

  1. অনবদ্য......
    সবচেয়ে বড় কথা প্রকাশ এবং উপস্থাপন দিয়ে সামগ্রিক দৃষ্টিসুখ দেয়.....

    ReplyDelete
  2. অনবদ্য......
    সবচেয়ে বড় কথা প্রকাশ এবং উপস্থাপন দিয়ে সামগ্রিক দৃষ্টিসুখ দেয়.....

    ReplyDelete

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...