Tuesday, 31 March 2020

আমার দেশ হাঁটছে 



আমার দেশ হাঁটছে , 

গালিপথ থেকে রাজপথ ,
মাথায় কয়েকশো বছরের যন্ত্রণা 
আর বুকপকেটে জমানো খুচরো নিয়ে...
(এই খুচরোগুলো ৭৩ বছর ধরে জমিয়েছে আমার দেশ )

আমার দেশ হাঁটছে,
হাঁটতে হাঁটতে পা ফেটে রক্ত...
রক্তে চ্যাটচ্যাট করছে সোনালি চতুর্ভূজ । 
মহানগর থেকে গ্রামে আসছে আমার দেশ । 

তাকিয়ে দেখো যুধিষ্ঠির 
আমার দেশ হাঁটছে 
ক্রমাগত হাঁটছে...

1 comment:

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...