Tuesday, 22 March 2022

এখনও ঝুলছে স্বর্গের দেবতা

 


আজ সকাল থেকেই রোদ্দুর ফিকে
বসন্তের রং চুরি করে
হত্যা লিখেছে লালমাটি।
নিহত নিষ্পাপ মুখে সারিবদ্ধ যন্ত্রণা
পোড়া ঘরের দেওয়ালে
এখনও ঝুলছে স্বর্গের দেবতা

যে গ্রামে দশটা লাশের চিতা 
একদিনে জ্বলে
সেখানে সূর্য ওঠেনা কোনওদিন।






4 comments:

  1. অনেক ধন্যবাদ মানিক কাকা,পারছি না, সত্যি নিতে পারছি না ।

    ReplyDelete

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...