আজ সকাল থেকেই রোদ্দুর ফিকে
বসন্তের রং চুরি করে
হত্যা লিখেছে লালমাটি।
নিহত নিষ্পাপ মুখে সারিবদ্ধ যন্ত্রণা
পোড়া ঘরের দেওয়ালে
এখনও ঝুলছে স্বর্গের দেবতা
যে গ্রামে দশটা লাশের চিতা
একদিনে জ্বলে
সেখানে সূর্য ওঠেনা কোনওদিন।
শ্মশানে দাঁড়িয়ে আছি পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...
What a reaction from a actual poet
ReplyDeleteWhat a reaction by a real poet
ReplyDeleteঅনেক ধন্যবাদ মানিক কাকা,পারছি না, সত্যি নিতে পারছি না ।
ReplyDeleteভালো অনুভূতি ।
ReplyDelete