Monday 21 February 2022

কাঁটাতার কিছু যুদ্ধ হারিয়ে দিতে জানে

 


যতদূর চোখ যায়
কাঁটাতার দেখি

দীর্ঘ যুদ্ধের পাণ্ডুলিপি
স্বহস্তে লিখেছে কাঁটাতার।
কাঁটাতারে অচেতন মৃত্যুর শংসাপত্রে ধুলো জমছে
আজ কাল পরশু।

সব যুদ্ধ জেতার জন্য ময়দান লাগেনা
কাঁটাতার ও কিছু যুদ্ধ হারিয়ে দিতে জানে।


6 comments:

  1. কাঁটাতার বিদ্ধ করুক চেতনাকে

    ReplyDelete
  2. কাঁটাতার যুদ্ধ বন্ধ করুক

    ReplyDelete
    Replies
    1. একদম,আমরা যুদ্ধ চাই না।মানুষের মাঝে কাঁটাতার চাই না।

      Delete
  3. দীর্ঘ যুদ্ধের পান্ডুলিপি
    স্বহস্তে লিখেছে কাঁটাতার - খুব ভালো লাগলো ।

    ReplyDelete

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...