Wednesday, 11 September 2024

নষ্ট চোখ

 


রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি 

আর দাঁড়িয়ে পড়ছি।

একটু একটু করে গড়ে উঠছে

 মা...

 মায়ের হাত পা চোখ...

 আমি দেখছি তিলোত্তমার হাত পা চোখ খসে পড়ছে একে একে।


আসলে

আমার চোখটাই নষ্ট করে দিয়েছে রাষ্ট্র...

No comments:

Post a Comment

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...