Saturday 11 April 2020

চাঁদের আলো ছাড়া বাকি সব মিথ্যা


সব শালিক ফিরে আসছে মহল্লায়
বৃষ্টির জল ধুয়ে দিচ্ছে
মহাকালের ধুলো ।
আমাদের চেতনা হয়নি বলে
সেই যে জ্যাঠামশাই ছেড়ে চলে গিয়েছিল
বাগানে কলমি শাক হচ্ছে দেখে
আবার ফিরছে ।

তবে
বড় কঠিন সময় জ্যাঠামশাই!
অন্ধকার হাতড়াচ্ছি ,
চাঁদের আলো ছাড়া বাকি সব মিথ্যা ।



No comments:

Post a Comment

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...