Monday, 13 April 2020

কেমন আছিস ? 

কেমন আছিস গঙ্গার ঘাট , হলুদ রঙের পাতা ?
বসন্ত রঙ ফিকে এখন আমার স্কুলের খাতা ।
বটতলাটা ভালো আছে ? চায়ের দোকান হরি ...
আড্ডাই ছিল প্রেম আমাদের অঙ্কেতে ফেল করি।
গঙ্গার ঘাট ভাঙা এখন ? শিমুল গাছটা আছে ?
রিষ্টব্যান্ডটা এখনও কি যত্নে তোরই কাছে ...
রঙচটা ওই পার্টি অফিস বিপ্লবী দিনগুলো
বদলে দেবার স্বপ্নটাতেই সজোরে টান দিলো।
বর্ষাকালটা একইরকম ভাঙা ছাতার তলায়
ডালগোনা কফি , রিসর্ট , পার্টি,  অতীত তবু ভাবায় ...
চোখের ছায়ায় হারিয়ে যাওয়া স্মৃতির ভালোবাসা ,
কোথায় যেন ফিকে এখন অভিনয়টা খাসা ।
কয়েকটা মাস কয়েক বছর অনেকগুলো দিন
তোরই কাছে ভালবাসার সবচেয়ে বড় ঋণ। 

No comments:

Post a Comment

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...