Sunday, 29 March 2020

আমার দেশ 

সকাল থেকেই গৃহবন্দী 
বনধ চলছে।
মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ আরও তেরো দফা 
নব্বই ছুঁই ছুঁই আমার ঠাকুরদার 
ঝাপসা দৃষ্টি জানালায়...
দু এক ফোঁটা জলও গড়িয়ে পড়েছে হয়তো। 
কি দেখছ দাদু ? 
নির্লিপ্ত উত্তর -
আমার দেশ । 

2 comments:

  1. হও যদি বাম তুমি
    ভেবো নাকো আমি ডান
    হাঁটি সোজা পথ ধরে
    শিরদাঁড়া টান টান ।

    ReplyDelete

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...