Monday, 30 March 2020

শিরদাঁড়া


 

শিরদাঁড়া সোজা করে কাঁটাতার পেরোনো যায় না 
শিরদাঁড়া সোজা থাকলে -
কাঁটাতার ছিঁড়েই যাওয়া যায় ওপারে । 

তাই শিরদাঁড়া সোজা থাকা দরকার । 

1 comment:

  1. মানুষকে এখন আর vertebrates দের গ্রুপে ফেলা ঠিক নয়। আমরা invertebrates দের দলে।

    ReplyDelete

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...