Friday 28 October 2022

দূরত্ব - ১

 


মিছিল
তারপর আরও একটা মিছিল
অনেক অনেক পা।
অনেক পতাকায় মোড়া
একটা সাজানো সভ্যতা।
মিছিলের শেষে পতাকায় যে বৃদ্ধা
তার কাছে পৌঁছায় না স্লোগান

ঠিক যেমন নাগরিক দূরে থাকে রাষ্ট্রের।


1 comment:

  1. রাষ্ট্রের সঙ্গে মানুষের যে দূরত্ব, মিছিলের নেতৃত্বের সঙ্গে নিবেদিত কর্মীদেরও তাই। এই বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখাযে পারে তোমার কবিতা। এই স্পষ্ট অঙ্গুলিনির্দেশ সমাজের কাছে স্বচ্ছভাবে পৌঁছে দেয় তোমার ভাষা।

    ReplyDelete