Wednesday, 24 February 2021

একটি অ - রাষ্ট্রীয় কবিতা


ভুলিয়ে দিচ্ছ ইতিহাস তুমি, ভুলিয়ে দিচ্ছ ভূগোল

গুলিয়ে দিচ্ছ সমাজতন্ত্র শ্রমিক প্রেমিক যুগল।

বিক্রি হচ্ছে রান্নাঘর,দাদুর প্রিয় ছাতা

হারিয়ে যাচ্ছে রঙিন শিশি অর্থ হিসাব খাতা

নিলাম হচ্ছে রূপনারায়ণ - কংসাবতীর বলি 

বাল্মীকির ওই মানসপুত্রে শীৎকারে অলিগলি।

দেশ বিভাজন মত বিভাজন আদর্শ যাক চুলোয়

কৃষকের ধান,শ্রমিকের মান মিশুক গিয়ে ধুলোয়!

আমরা বোকা হদ্দ বোকা লড়াই জানি নাকো,

মাঠের মধ্যে ফসল পুড়ছে পুড়ছে নদীর সাঁকো।

গঙ্গার জল যাচ্ছে মিশে পদ্মা নদীর পাড়ে,

গণতন্ত্র গুলিয়ে উঠছে বিষন্নতার ভারে।

পায়ের চামড়া ফাটছে দেখো মিছিলের পর মিছিল-

শহীদ রক্তে যাচ্ছে ভেঙ্গে অন্ত: রাষ্ট্র পাঁচিল।

ফোঁটা ফোঁটা স্বেদবিন্দু মাপছি রাখছি খাতায় তুলে

লড়াই হবে রাজার পথে,এসো রাজা পথ ভুলে।






কবিতাটি ' সাজি ' পত্রিকা, হুগলী জেলা ২১ ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত।

2 comments:

  1. খুব যথার্থ ভাবনা এবং অসাধারণ কাব্যিক প্রকাশ।

    ReplyDelete