আমার কথা, আমার ভাবনা।কবিতায় কথায়...
সব ফেলে রেখে চলে যাবো
সব সব
টিনের বাক্স, চিলেকোঠা, বরগা, বারান্দা
ভাঙ্গা পাঁচিলের গায়ে গজিয়ে ওঠা বটগাছ।
ফেলে যাবো-
কাগজ, ছেঁড়া দলিল, দাদুর ভাঙ্গা চশমাও...
শুধু নিয়ে যাবো
তোমার সিঁদুর কৌটো
যা ফেলে এসেছিলাম
দেশভাগের আগে বাঁধানো ঠাকুরঘরে।
সিঁদুরের রঙও ফিকে হয়ে রায়যবে যায় ভেঙেসুখের ঘরখানি।ছেড়ে যেতে হয়ছায়া কায়া ভয়,ডাকে অনন্তেরনিশ্চিত হাতছানি।
আহা...
Wow!
খুব ভালো লাগলো
সিঁদুরের রঙও
ReplyDeleteফিকে হয়ে রায়
যবে যায় ভেঙে
সুখের ঘরখানি।
ছেড়ে যেতে হয়
ছায়া কায়া ভয়,
ডাকে অনন্তের
নিশ্চিত হাতছানি।
আহা...
DeleteWow!
Deleteখুব ভালো লাগলো
ReplyDelete