Sunday 1 November 2020

সিঁদুর কৌটো


সব ফেলে রেখে চলে যাবো 

সব সব

টিনের বাক্স, চিলেকোঠা, বরগা, বারান্দা

ভাঙ্গা পাঁচিলের গায়ে গজিয়ে ওঠা বটগাছ।

ফেলে যাবো-

কাগজ, ছেঁড়া দলিল, দাদুর ভাঙ্গা চশমাও...



শুধু নিয়ে যাবো

তোমার সিঁদুর কৌটো

যা ফেলে এসেছিলাম

দেশভাগের আগে বাঁধানো ঠাকুরঘরে।

4 comments:

  1. সিঁদুরের রঙও
    ফিকে হয়ে রায়
    যবে যায় ভেঙে
    সুখের ঘরখানি।

    ছেড়ে যেতে হয়
    ছায়া কায়া ভয়,
    ডাকে অনন্তের
    নিশ্চিত হাতছানি।

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো

    ReplyDelete

নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...