Tuesday, 21 April 2020

সুইসাইড



গোঁফের তলায় ঘুমিয়ে থাকে
আমার সাতপুরুষ আগের এক সুইসাইড নোট ।
এক দুর্বোধ্য ভাষায় লেখা ।
পাঠোদ্ধারের জন্য তিন সদস্যের কমিটি
আজই জমা দিয়েছে তাদের রিপোর্ট ,
তাতে নাকি লেখা আছে -
মৃত্যুর জন্য রাষ্ট্র ও দেবতা দুজনেই দায়ী । 

2 comments:

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...