Thursday, 2 April 2020

দেশের কথা

হাট বসেছে নদীর ধারে
সীমান্তপথ ঘেঁষে
চা দোকানী ঝাঁপ তুলেছে
তাদের নতুন দেশে ।

রান্নাঘরের পিছন দিকে
রহিম চাচার বাড়ি
বিভাজনের সেদিন থেকেই
ওদের সাথে আড়ি ।

এক ফর্মার দেশটা হল'
পদ্য ভরা ঝোলা
এই পৃথিবীর সব খামারই
চাষীর জন্য খোলা ।

দেশের একটা শ্মশান আছে
নথিবদ্ধ খাতা
সীমানা আঁকা মানুষগুলোর
তাতেই বিছানা পাতা ।

No comments:

Post a Comment

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...