১
সব যুদ্ধ থেমে গেলে
তোমার কাছেই ফিরবো
বসবো।
তুমি চুলে বিলি কাটতে কাটতে
যুদ্ধবিরতির গান শোনাবে ।
তোমার কাছেই ফিরবো
বসবো।
তুমি চুলে বিলি কাটতে কাটতে
যুদ্ধবিরতির গান শোনাবে ।
২
যুদ্ধে তোমার হারের জন্য দায়ী করবে আমায়।
আমি শ্রান্ত মুখে সব ছেঁড়া কবিতার পাতা
তোমার হাতে গুছিয়ে দিয়ে
কয়েকটা প্রাণ খুঁজতে বেরোবো।
যুদ্ধে তোমার হারের জন্য দায়ী করবে আমায়।
আমি শ্রান্ত মুখে সব ছেঁড়া কবিতার পাতা
তোমার হাতে গুছিয়ে দিয়ে
কয়েকটা প্রাণ খুঁজতে বেরোবো।
৩
যুদ্ধ থামলে আমায় ডেকো
ভাঙা ইটের থেকে খুঁজে নেবো
কয়েকশো বছরের নিথর শিশুর দেহ
যা আরও একশো বছর প্রাণ যোগাবে
জনহীন মহল্লায়।
যুদ্ধ থামলে আমায় ডেকো
ভাঙা ইটের থেকে খুঁজে নেবো
কয়েকশো বছরের নিথর শিশুর দেহ
যা আরও একশো বছর প্রাণ যোগাবে
জনহীন মহল্লায়।