Sunday, 17 July 2022

প্রেমিকের ক্ষতের দাগ


যে চুপিসারে মরে যায় রোজ
যে আদিগন্ত প্রেমিক সোনাঝুরি ভালোবাসে
তার কাছেও ফিকে হয়ে যায় সীমানা একদিন
দাবীর মিছিল।

ফুল ফুটে থাকে ভাঙ্গা কার্নিশে।
কাল রাতে বৃষ্টি হয়েছিল অনেক
ভেসে গেছে ভালোবাসা
সাথে সীমানা নির্ধারিত দাগ।
শুধু প্রেমিকের ক্ষতের দাগটাই ভাসলো না।


আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...