Wednesday, 22 June 2022

অপেক্ষা



সন্ধ্যা নামলে গণকবরের সামনে এসে দাঁড়াই
কিছু প্রেমের কবিতা পুঁতে রাখি মাটিতে।
চারিদিক অন্ধকার, আরও অন্ধকার জড়িয়ে ধরে
আমি কাতর হয়ে যাই শীতে (ভয়ে)।
সারি সারি কঙ্কাল সীমানায় ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে।

পৃথিবীর শেষ কাঁটাতার ছিঁড়ে গেলে 
আমি গোলাপ হাতে দাঁড়াবো তোমার অপেক্ষায়।


2 comments:

  1. ঠিক এইধরনের কবিতা আমার খুব প্রিয়।
    খুব ভালো লিখেছো। সকাল সুন্দর হয়ে উঠলো। সুপ্রভাত!

    ReplyDelete