Wednesday 22 June 2022

অপেক্ষা



সন্ধ্যা নামলে গণকবরের সামনে এসে দাঁড়াই
কিছু প্রেমের কবিতা পুঁতে রাখি মাটিতে।
চারিদিক অন্ধকার, আরও অন্ধকার জড়িয়ে ধরে
আমি কাতর হয়ে যাই শীতে (ভয়ে)।
সারি সারি কঙ্কাল সীমানায় ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে।

পৃথিবীর শেষ কাঁটাতার ছিঁড়ে গেলে 
আমি গোলাপ হাতে দাঁড়াবো তোমার অপেক্ষায়।


নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...