Monday 29 November 2021

একটি উদ্দেশ্যহীন কবিতা



এমন কিছু স্টেশন থাকে
যেখানে নামার পর আর
গন্তব্য থাকেনা।

আমি প্রতিদিন এরম
একটা বা দুটো স্টেশনে নামি
হাঁটি,কবিতাগুলো দুমড়ে মুচড়ে ফেলে দিই।
আবার অপেক্ষা করি
শেষ ট্রেনের...


2 comments:

  1. শেষ বলে কিছু নেই সবই শুরু...
    শুধু স্টেশন পরিবর্তন হয়

    ReplyDelete