Sunday, 12 July 2020

এখনও সব কলম বিক্রি হয়ে যায়নি



এখনও সব কলম বিক্রি হয়ে যায়নি
তাই রাষ্ট্র ভয় পায়।
চার দেওয়াল তুলে
আটকে রাখতে চায় কলমকে!
ভেদবমিতে মৃতপ্রায় কলমের
গলা টিপে হত্যা চায় রাষ্ট্র।
অন্ধকারে কলম কেড়ে নিয়ে
ভয় দেখাতে পারে রাষ্ট্র।
কিন্তু ভয় পাচ্ছে কে?

সব কলম বিক্রি হয় না,
তাই রাষ্ট্র ভয় পায়।
 


নষ্ট চোখ

  রোজ বেচুদার গোলার পাশ দিয়ে যাচ্ছি  আর দাঁড়িয়ে পড়ছি। একটু একটু করে গড়ে উঠছে  মা...  মায়ের হাত পা চোখ...  আমি দেখছি তিলোত্তমার হাত পা ...