Thursday 20 May 2021

ওরা ভাসছে

 



ওরা আসছে

যমুনার জল ভেঙে

বুলান্দ দরওয়াজার গা ঘেঁষে।

বেনারসের একটা অনামী ঘাটে একবার ধাক্কা খেয়েছিল,

তারপর আবার ...

আসার আগেই কেউ কেউ

নিদ্রা নিয়েছে যমুনার পলিতে।


মিরকাশিমের তলোয়ারের কানায় যে রক্ত লেগেছিল,

সেই রক্ত শুষে নিয়ে

ওরা আসছে।

প্রয়াগ পেরিয়ে বক্সার

উন্নাও পেরিয়ে ধুলিয়ান...

ওরা ভাসছে।


রাজা তখন মখমলের চাদরে বসে -

দাড়িতে হাত বোলাতে বোলাতে সেনাপতির সাথে 

লাশের হিসাব কষতে ব্যস্ত।

একটা লাশ মানে কত টাকা হয় নায়েব?

এক একটা লাশে কতটা রাষ্ট্রীয় মাটি কেন যায় নায়েব?

হিসেব করো, হিসেব করো।

এই হিসাব আমার দরকার।


আর কটা লাশ যমুনায় ভাসলে,

রাজা তুমি প্রাসাদ থেকে বেরিয়ে আসবে?

আর কটা লাশ?


ওরা কিন্তু আসছে

মনে রেখো রাজা

ওরা ভাসছে।






ছবি:পলাশ।

Wednesday 12 May 2021

চিতা

 


কুয়াশায় ভিজে গেছে আমাদের সকালের রোদ

ভিজে গেছে, ডুবে গেছে,

 ফিকে হওয়া নৈতিক বোধ।


সকালেই আমরা তো বিছিয়েছি রুপশালি ধান,

বুঝিয়ে দিয়েছি শক্তি, সনাতনী ভক্তি

 আর শরৎ এর অদম্য অভিমান।


কিভাবে পালাবো জানিনা,বিভাজন কাঁটাতার আগলে

মৃদু হাসি, চোখের জলেতে ভাসি

চ্যালা কাঠ চিতা সেজে ডাকলে।

Thursday 6 May 2021

লাশের পাশে

 


সারিন্দার শব্দ শুনতে পাচ্ছো?

সাথে মুর্শিদী গান?

আসলে,

ওটা আমার মায়ের

তেরশো চিতার কান্না,

শ্মশানে সারিন্দা হয়ে বাজছে।



আমি দূর থেকে দেখছি

লাশের একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে রাষ্ট্র।





ছবি:পলাশ।