Tuesday, 31 March 2020

আমার দেশ হাঁটছে 



আমার দেশ হাঁটছে , 

গালিপথ থেকে রাজপথ ,
মাথায় কয়েকশো বছরের যন্ত্রণা 
আর বুকপকেটে জমানো খুচরো নিয়ে...
(এই খুচরোগুলো ৭৩ বছর ধরে জমিয়েছে আমার দেশ )

আমার দেশ হাঁটছে,
হাঁটতে হাঁটতে পা ফেটে রক্ত...
রক্তে চ্যাটচ্যাট করছে সোনালি চতুর্ভূজ । 
মহানগর থেকে গ্রামে আসছে আমার দেশ । 

তাকিয়ে দেখো যুধিষ্ঠির 
আমার দেশ হাঁটছে 
ক্রমাগত হাঁটছে...

Monday, 30 March 2020

শিরদাঁড়া


 

শিরদাঁড়া সোজা করে কাঁটাতার পেরোনো যায় না 
শিরদাঁড়া সোজা থাকলে -
কাঁটাতার ছিঁড়েই যাওয়া যায় ওপারে । 

তাই শিরদাঁড়া সোজা থাকা দরকার । 

Sunday, 29 March 2020

আমার দেশ 

সকাল থেকেই গৃহবন্দী 
বনধ চলছে।
মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ আরও তেরো দফা 
নব্বই ছুঁই ছুঁই আমার ঠাকুরদার 
ঝাপসা দৃষ্টি জানালায়...
দু এক ফোঁটা জলও গড়িয়ে পড়েছে হয়তো। 
কি দেখছ দাদু ? 
নির্লিপ্ত উত্তর -
আমার দেশ ।